July 6, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের ন্যায় আর্থিক সহযোগিতা ও উপহার পৌঁছে দিয়েছে যুবদল। শনিবার রাতে শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত ইমরানের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দরা ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে এই উপহার তুলে দেন।
এ সময় সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিলো যুবদল কর্মী ইমরান শেখ। হামলায় ইমরানের বড় ভাই হিলু শেখকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঘোর অমানিশার অন্ধকারে পরে গিয়েছিলো ইমরানের পরিবার। কিন্তু যুবদলের এই কর্মীকে ভোলেননি তারেক রহমান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল প্রতিকূলতার মাঝেও বিভিন্ন সময় তার পরিবারকে সহযোগিতা অব্যাহত রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই শনিবার আবারো ইমরানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তারা তারেক রহমানের উপহারস্বরুপ তাদের হাতে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তিনি বলেন, ইমরানের মেয়ে স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হওয়ার। তার এই স্বপ্ন পূরণে তাদের নেতা তারেক রহমানের সার্বিক সহযোগিতা থাকবে। আমরা বিশ্বাস করি ইমরানের মেয়ের হাতেই।আইনী পন্থায় একদিন তার বাবার হত্যাকারীদের ন্যায় বিচার নিশ্চিত হবে।
এদিকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে কান্না জড়িত কন্ঠে নিহত ইমরানের বৃদ্ধ মা মিনু বেওয়া বলেন, “তারেক রহমান আর যুবদল পরিবার যদি তাদের পাশে না দাঁড়াতেন তবে তারা দাদী-নাতনী না খেয়ে মারা যেতেন। তার নাতনী মরিয়ম আক্তার মিম এখন অনার্স এ পড়াশোনা করছে। ধারাবাহিক এই সহযোগিতা না পেলে হয়তো তার পড়াশোনায় হতো না। তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন তারেক রহমান ও তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গলের লক্ষ্যে। এছাড়াও নিজের ছেলেকে হারিয়ে এখন তারেক রহমানকেই তার সন্তান মনে করেন এই বৃদ্ধা মা। দেশে ফিরলে তাকে একটি বার দেখার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি।
উপহার প্রদানকালে এসময় আরো উপস্থিত ছিলেন
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমরানের বড় ভাই হিলু শেখসহ যুবদলের নেতৃবৃন্দরা।
মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই তার কোন ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীকে ভোলেননা। যুবদল কর্মী ইমরান মারা যাওয়ার পর তার মেয়ের পুরো শিক্ষার দায়িত্ব নেয়ার পাশাপাশি ২০১৩ সাল থেকে তিনি তার মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। ইমরানের মেয়ে বড় হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চান। তার সেই স্বপ্ন পূরণেও তাদের অভিভাবক তারেক রহমান সর্বদাই পাশে থাকবেন আর বাহক হিসেবে সার্বিক সহযোগিতা পৌঁছে দিবেন তারা। আগামীর প্রতিটি দিনের জন্য সকলের নিকট যুবদল পরিবারের পক্ষে তারা দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Viewed 310 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!