শেরপুরে পৃথক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৃথক দুটি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো, ময়নুল ইসলামের নেতৃত্বে উপজেলার রনবীরবালা ঘাটপাড় থেকে রণবীরবালা গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে সাগর ইসলাম সজিব (৩৮) তার ভাই শাহজাহান আলী ওরফে সাজু (৪০), গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৩৫) এবং মৃত হায়দার আলীর ছেলে রানা মিয়া(৫০) কে আটক করে।
এছাড়াও একই রাত আড়াইটার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকা থেকে ওই ইউনিয়নের বড় ফুলবাড়ী গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৩), ছোট ফুলবাড়ী গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. জাকির আহম্মেদ জনি (৩২), বাদশা মিয়ার ছেলে সামিউল (১৯), আনিছুর রহমান খাজার ছেলে মেহেদী হাসান রব্বানী (২৩), ইদ্রিস আলীর ছেলে আরফান (২৫) এবং জয়নগর গ্রামের মৃত গোলাম আজমের ছেলে আ. গাফফার সবুজ (১৯) কে আটক করা হয়।
আটকের সময় তাদের নিকট থেকে একটি ইজিবাইক, একটি তালা কাটার যন্ত্র, ২৪ইঞ্চি লম্বা হাসুয়া, চাইনিজ কুড়াল, ছুরি, স্লাই রেঞ্জ এবং নাইলনের দড়িসহ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আইপিসি ৩৯৯ এবং আইপিসি ৪০২ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Viewed 170 times