বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে আড়াই লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

মোঃ মোরশেদুল ইসলাম রবিঃ বগুড়ায় জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের বিশেষ অভিযানে আড়াই লক্ষ টাকার জাল নোটসহ রাসেল মন্ডল (৩০) নামে এক জাল নোট কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া ডিবির একটি টিম দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানটি জনৈক মুনছুর রহমানের বাড়ির সামনে হেয়ারিং রাস্তার ওপর পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মন্ডল দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৪টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেল মন্ডল জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০০ টাকার নোটের আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে জাল নোট চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Viewed 130 times