বগুড়ায় ১শ গ্রাম হিরোইন ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চরসরলিয়া গ্রামের আপেল গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ১শ’ গ্রাম হেরোইন ও ৪শ’ পিস ইয়াবাসহ মোঃ আপেল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১ টায় বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি আপেল বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর এলাকার মৃত ছাদেক আলীর পুত্র।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় একটি অভিযানিক দল বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইর জামাল এলাকায় মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি কালে আপেলের দেহ তল্লাশী করে হেরোইন ও ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মো: রিয়াজুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি আপেলের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Viewed 110 times