শেরপুরে গলায় ওড়না পেচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের কর্মকার পাড়া এই ঘটনা ঘটে।
পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে বেলা ১০টার ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃত তিথি দত্তের বাবা উত্তম কুমার দত্ত উপজেলার মির্জাপুর শাখায় ব্রাকের (এনজিও) ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার মৃত ভক্তি কুসুম দত্তের ছেলে।
চাকুরীর সুবাদে তিনি কর্মকারপাড়া বাসা ভাড়া থাকতেন।
তবে মেয়ের আত্মহত্যার সঠিক কোনো কারণ তাঁরা নিশ্চিত করতে পারেননি।
পরিবার সুত্রে জানা যায়, তিথি দত্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় গত ১লা মার্চ তিথি ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করে এবং পরিক্ষা শেষে পরিবারের সাথে বাড়ি ফিরে আসে।
এমতাবস্থায় বৃহস্পতিবারে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে যে যার কক্ষে ঘুমাতে যায়। রাত্রি দুইটার দিকে তিথির মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় দেখতে পায় তিথির রুমে লাইট জ্বলছে। এসময় তিথিকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ব্যালকনিতে গিয়ে গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিথিকে ঝূলন্ত অবস্থায় দেখতে পায়।
তখন তাঁর চিৎকারে প্রতিবেশিরা এসে তিথিকে নিচে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার(৭মার্চ) সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Viewed 260 times