পানীয় জল সংকটে গ্রামবাসীর কঠিন জীবন

লবণাক্ততার জন্য পানযোগ্য পানি সেখানে সহজলভ্য নয়। গভীর নলকূপ থাকলেও তাতে সবসময় মেলে না সুপেয় পানি। দূরের পথ পাড়ি দিয়ে কিংবা বৃষ্টির পানি সংরক্ষণ করে তৃষ্ণা মেটায় মানুষ। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বাসিন্দাদের কাছে এমন দৃশ্য খুবই পরিচিত।
সেখানকার বাঁশসালা ও সুলতানপুর গ্রামে গিয়ে এ প্রসঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
সিয়াম নামে বাঁশসালা গ্রামের এক শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ছে।
হ্যালোকে সে বলছিল, “আমার দূর থেকে পানি আনতে কষ্ট হয়। এতে আমার স্কুলে যেতে দেরি হয়।”
মাকসুদা বেগম নামে এক গৃহিণী বলেন, “লবণের সময় আমাদের মনে করেন খাবার পানিতে সমস্যা, রান্নাবান্না করার সমস্যা। পানিতে এত পরিমাণ লবণ যেন মুখে নেওয়ার কায়দা নেই।”
স্কুলে সুপেয় পানি না পাওয়া যাওয়ায় বাসা থেকে পানি নিয়ে যেতে হয় বলে জানায় সুমাইয়া ইসলাম নামে সুলতানপুর গ্রামের এক শিশু।
Viewed 60 times