প্রার্থনা আর উৎসবে রংপুরে বড়দিন উদযাপন

রংপুরে নানা আয়োজনে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
নগরীর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘে সদর ব্যাপ্টিস্ট চার্চের যৌথ উদ্যোগে বুধবার এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টার দিকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এ সময় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা এবং কেক কাটা হয়। শিশুদের অংশগ্রহণ আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এবং জেলা প্রশাসক রবিউল ফয়সাল।
Viewed 60 times