কবি আহমেদ নকীবকে লক্ষ্মীপুর সাহিত্য সংসদের সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কবি আহমেদ নকীব।
বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য সম্মেলনে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা।
অতিথি বক্তা ছিলেন- বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য অভিনেতা এ বি এম সোহেল রশীদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবি কাইছার কবির।
Viewed 60 times