আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, নিহত ৩৮

আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, বেঁচে গেছেন বাকি ৩১ আরোহী।
কাজাখস্তানের স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, আজারবাইজানের বাকু থেকে ৬৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি চেচনিয়ার গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকাশসীমায় সেটি বিধ্বস্ত হয়ে।
রয়টার্সের খবরে বলা হয়, বুধবার আকতাউ শহরের কাছে এ ঘটনার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এমব্রায়ার-১৯০ উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু ছিলেন, বাকিরা যাত্রী। তাদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিলেন।
Viewed 30 times