ঠায় দাঁড়িয়ে আছে ল্যাম্প পোস্ট,কিন্তু নেই কোন ল্যাম্প!!

সম্পাদকীয়ঃবগুড়া শহরকে আমরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নামে চিনি । শহরের প্রতিটি প্রধান সড়ক—সাতমাথা থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক, ফকিরপুল থেকে নুনগোলা, মালগ্রাম থেকে বেসরকারি বাসস্ট্যান্ড, উপশহর থেকে শাজাহানপুর সড়ক কিংবা বনানী থেকে ফুলবাড়ী—সবখানেই দৃষ্টিগোচর হয় ল্যাম্পপোস্টের সারি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এসব ল্যাম্পপোস্টে আলো নেই। শুধু খুঁটি দাঁড়িয়ে আছে, যেন শহরের অন্ধকারকে তামাশা করছে।
শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কেই বিদ্যুতায়িত ল্যাম্পপোস্ট থাকার কথা। নাগরিকদের রাতের চলাচলকে নিরাপদ করা এবং অপরাধ দমনে এগুলো কার্যকর ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু বাস্তবে বগুড়া শহরের সড়কগুলো সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায়। ফলে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
প্রথমত, অন্ধকার সড়কে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা কিংবা সাধারণ পথচারী—যে কেউ সহজেই দুর্ঘটনার শিকার হতে পারেন। বিশেষ করে সাতমাথা থেকে মালগ্রাম হয়ে শহরের ভেতরের ছোট গলিগুলোতে রাতের বেলা চলাচল সত্যিই ঝুঁকিপূর্ণ।
দ্বিতীয়ত, অন্ধকারের সুযোগ নিয়ে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। শহরের বনানী, নতুন হাট, টেম্পল রোড, নারুলী, সেউজগাড়াসহ বিভিন্ন এলাকায় নাগরিকরা প্রায়ই এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন। আলো না থাকায় অপরাধীরা সহজেই পালিয়ে যেতে পারছে।
তৃতীয়ত, বগুড়ার শিক্ষার্থীরা যারা সন্ধ্যার পর কোচিং বা টিউশনে যায়, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। অভিভাবকেরা সবসময় দুশ্চিন্তায় থাকেন। এছাড়া কর্মজীবী নারী কিংবা হাসপাতালে আসা-যাওয়া করা রোগী ও তাদের স্বজনদের জন্যও অন্ধকার সড়ক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন জাগে, ল্যাম্পপোস্ট বসানো হলো কেন, যদি তাতে আলো না জ্বলে? কোটি কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ কিংবা সঠিক পরিকল্পনার অভাবে সেগুলো এখন নাগরিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অতএব, বগুড়া পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি থাকবে, শহরের প্রতিটি সড়কে ল্যাম্পপোস্টের আলো দ্রুত সচল করতে হবে। নাগরিক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থে এ উদ্যোগ দেরি না করে অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন।
একটি আলো-বঞ্চিত শহর কখনো আধুনিক নগরীর পরিচায়ক হতে পারে না। বগুড়া শহরের উন্নয়নের জন্য অন্ধকার দূর করে আলোকিত সড়ক নিশ্চিত করা আজ সময়ের দাবি।
Viewed 2750 times