October 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী ইউসুফ আলী গ্রেফতার

আ: ওয়াহেদ ফকির : বাদী মোঃ জাহাঙ্গীর আলম (২৮) এর নাবালিকা বোন ভিকটিম (১৩) আসামী বাদীর বগ্নিপতি ভিকটিম আসামীর বাড়ীতে বেড়াইতে গেলে আসামী তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য পাঠাইয়া দেয় এই সুযোগে বাড়ীতে কেহ না থাকায় ভিকটিমকে গত ১২/০৭/২০২৫ তারিখে বিকালে বাদীর নাবালিকা বোন কে ধারালো চাকু দ্বারা মৃত্যুর ভয় দেখাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। ফলে ভিকটিমের যৌনাঙ্গ দিয়া রক্ত ঝরিতে থাকে। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে

                                        বগুড়া ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বগুড়া ধুনট থানার মামলা নং-১০ তারিখ-০৮/০৯/২০২৫, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং-২০০৩) এরই ধারাবাহিকতায় গত শনিবার র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ এর তথ্যের ভিত্তিতে সূত্রোক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ইউসুফ আলী (২৫), পিতা মোঃ দিপু সাং সুলতানহাট্টা পেচেরপাড়া, থানা-ধুনট, বগুড়াকে, টাঙ্গাইল জেলার সখিপুর

                                    থানাধীন তক্তারচালা বাজার জনৈক জমির উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর কাছে থেকে ১টি মোবাইল ফোন, ১টি সিম ও নগদ ১৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!