হাজারো স্বপ্ন

হাজারো স্বপ্ন
লেখকঃইউসুফ শেখ সাগর।
স্বপ্ন তুমি কোথায় থাকো
কোথায় বাড়ি তার,
সকল মানুষ স্বপ্ন দেখে
হাজারো হাজার।
কারও স্বপ্ন আকাশ ছোঁয়া
কেউ বা অফিসার
কারও স্বপ্ন বেঁচে থাকা
জীবন যুদ্ধ তার।
হাজার স্বপ্ন হাজার রকম
রঙ বেরঙের হয়,
নতুন স্বপ্ন বাংলাদেশে
আমরা দেখতে চাই।
চোর স্বপ্ন দিনে দেখে
রাতে সিক কাঁটায়,
ভালো মানুষ দিবা রাতি
নতুন দেশ সাজায়।
কবে হবে স্বপ্ন পূরণ
কবে গড়বে দেশ,
চোর ডাকাতের স্বপ্নে ঘেরা
আজও আমার দেশ।
হাজারো স্বপ্ন সবার চোখে
নতুন একটি দেশ,
জুলাই ২৪ সবার কাছে
নতুন বাংলাদেশ🇧🇩
Viewed 1400 times