শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১২ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যু বরণ করা দুই শিশু ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে সামিহা (৬) ও রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪)। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ওই দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় ধরে তারা বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এমতাবস্থায় পাশেই পুকুরের পানিতে শিশু সামিহার মরদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। তখন স্থানীয়দের মনে সন্দেহ হলে পুকুরের পানিতে শিশু রবিউল ইসলামকে খোঁজাখুঁজি শুরু করেন।
এর একপর্যায়ে পুকুরের পানি থেকে তারা শিশু রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেন তারা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
Viewed 30 times