July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুরে মা ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারি) এই মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়। দিনটিকে ঘিরে সনাতন ধর্মাবম্বীদের ৫১টি পীঠের ১পিঠ অন্যতম এই মন্দির প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। এ দিন অতীত জীবনের পাপ মোচন ও পূন্যলাভের আশায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত নারী-পুরুষ ও শিশু কিশোর মন্দিরের শাঁখারী পুকুরে স্নান করেন। সেই সঙ্গে মাতৃদর্শন, পূজাঅর্চনা, ভোগদান এবং অর্ঘদান করেন ভক্তরা।

প্রতি বছর মাঘ মাসের এই তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যদিকে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে মা ভবানী মন্দিরের চারপাশে বসে মেলা। মেলায় দই মিষ্টিসহ পাওয়া যায় হরেক রকমের খাবার। সেই সাথে শিশুদের বিভিন্ন খেলনা এবং মেয়েদের প্রসাধনী পাওয়া যায় এই মেলায়।

মন্দেরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অপূর্ব চক্রবর্তী জানান, প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর সার্বিক সহযোগিতায় সুষ্ঠু-শান্তিপূর্ণ ও উৎবমুখর পরিবেশে ধর্মীয় এই অনুষ্ঠান পালিত হচ্ছে। এছাড়া ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করার সুবিধার্থে প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। যাতে করে পুণ্যার্থীরা সুশৃঙ্খলভাবে পূজা অর্চনা করতে পারেন। সেইসঙ্গে দূর-দূরান্তের পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও মন্দিরের পক্ষ থেকে সার্বক্ষণিক প্রসাদ বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!