April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৩ রাউন্ড গুলি, পিস্তল ও মোটর সাইকেলসহ গাইবান্ধার জেলার ৩ জন বগুড়ায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারস্থ রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন রাস্তা থেকে সোনাতোলা গামী রাস্তার মুখে কালা বাবুর মার্কেটের সামনে ৩ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল ও মোটর সাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আলমগীর হোসেন (৩৪), পিতা-মোঃ আবদুল গফুর, সাং-সিদাই, থানা-গাইবান্ধা, মোঃ আহসান হাবিব (৪২), পিতা মোঃ আবদুল লতিফ, সাং ইউসুবপুর, থানা- সাদুলাহপুর, মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা মোঃ শাহজামাল, সাং সিদাই, থানা-গাইবান্ধা সদর, সকলের জেলা-গাইবান্ধা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Viewed 140 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!