বিনা প্রতিদ্বন্দ্বিতায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নে সভাপতি আলিফ,সাধারণ সম্পাদক জিহাদ নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি আলিফ,সাধারণ সম্পাদক জিহাদ নির্বাচিত।
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (পূর্বনাম) রেজিঃ নং-রাজঃ-১৬৯১, রেলওয়ে মার্কেট সেন্টাল মসজিদের দক্ষিনপার্শে, ষ্টেশনরোড, বগুড়া সদর, বগুড়া-এর নির্বাচন ২০২৫ নির্বাচনী নীতিমালা প্রণয়ন করার পর মোট ১৩ টি পদে একটি করিয়া মোট ১৩ টি বৈধ্য মনোনয়ন পত্র জমা পরায় এবং কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় সকল পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। আগামী ০৩ (তিন) বৎসরের জন্য জেলা লেদ শ্রমিক ইউনিয়ন পরিচালনা করবেন।
কার্যকরী কমিটির নির্বাচনে চুড়ান্ত নির্বাচিত কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হলো তারা হলেন-সভাপতি মোঃ আলিফ মাহমুদ, কার্যকরী সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন,সহ-সভাপতি মোঃ কদম আলী,সাধারণ সম্পাদক মোঃ জিহাদ কাজি,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম , সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,অর্থ সম্পাদক মোঃ চঞ্চল হোসেন,
দপ্তর সম্পাদক মোঃ এরশাদ হোসেন, ধর্মীয় সম্পাদক মোঃ মোকছেদুল,ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম,সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইসরাফিল,প্রচার সম্পাদক মোঃ ইকরাম।
Viewed 2600 times