FU পল্লী মঙ্গল স্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ বগুড়া পৌরসভা ১৫নং ওয়ার্ডের এফ ইউ পল্লী মঙ্গল স্কুল মাঠে পালশা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ খেলাকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মোঃ আরমান হোসেন ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় সেভেন স্টার ক্লাব ও বেলতলা স্পোর্টস ক্লাব। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪–০ ব্যবধানে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে বেলতলা স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার্সআপ দলকে দুটি রাজহাঁস পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য। নিয়মিত এমন আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোছাঃ সোহেলী মাহমুদ, ১নং ফাপর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, শহর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন শেখ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম স্বপ্ন, জিসাস বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ সুমন, জিয়া প্রজন্ম দলের সভাপতি নীরব, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পলাশসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া ফেলে।।
Viewed 1250 times


