December 13, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে 

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার ধুনটে নদী ভাঙ্গন থেকে আবাদী জমি, বসত বাড়িসহ বাস্তভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগি এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক বাসিন্দা নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও নাংলু বালুয়া খালের সংযোগস্থল ভাঙ্গন কবলিত স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিমগাছি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল বাছেদ, মোঃ আব্দুর রউফ, মোঃ আইয়ুব আলী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নাংলু গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বালুয়া খাল ও বাঙ্গালী নদীর সংযোগ স্থলে অস্বাভাবিক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের ফলে ধানের জমি, মরিচ আবাদের জমি, বসত ভিটা বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি বসতবাড়ি হুমকীর মধ্যে পড়েছে। বাঙ্গালী নদী ও খালের সংযোগ স্থলে জাহিদুলের জমি থেকে প্রায় ২শ’ মিটার জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং পরতবর্তীতে পানি উন্নয়ন বোর্ডেনর নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন প্রদান করা হয়েছে। নদী ভাঙ্গনের ফলে ইতিমধ্যেই গ্রামবাসি প্রায় ১০ কোটি টাকার ক্ষতির সন্মুখীন হয়েছেন। এখনই ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ১শ’ থেকে দেড়শ’ বিঘা জমি হুমকীর মুখে রয়েছে।

বক্তাগণ নাংলু গ্রামের সাধারণ মানুষের জমি ও বসতবাড়ি রক্ষার্থে ভাঙ্গন কবলিত স্থানে তীর সংরক্ষণে ব্লক, জিও ব্যাগ অথবা যে কোন ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন

Viewed 1200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!