বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির উদ্যোগে বিভিন্ন দাবিতে বুধবার সকালে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে সমিতির সভাপতি ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন উত্তরবঙ্গ ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অযৌক্তিক, অন্যায় এবং অমানবিক ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। কল-কারখানায পরিবেশ বান্ধব না হওয়ার অজুহাতে ৫০ হাজার থেকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে অসামর্থ্য হলে প্রতিষ্ঠানের মালিক ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করে টাকা পরিশোধের ব্যবস্থা নেয়া অমানবিক। শিল্প প্রতিষ্ঠানে অনিয়মের জন্য অর্থদÐ ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হোক।
সংগঠনের সভাপতি হাসান আলী আলাল বলেন, কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাঝে নতুন করে উৎপাদিত পণ্যের উপর ১৫% ভ্যাট আরোপের ফলে দেশের অনেক বেকারী কারখানা বন্ধের মুখে পড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি এবং নতুন ভ্যাটের চাপ তাদের ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেকারী শিল্প দেশের খাদ্য সরবরাহ ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ খাত। এটি ধ্বংস হলে অনেক মানুষ বেকার হবে, সেইসঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ঘাটতির সৃষ্টি হবে। কেননা অনেক পণ্য বিদেশেও রপ্তানি হয়। আমরা সবসময় সরকারের সকল আইনকানুন মেনে নিয়মিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করে থাকি। জ্বালানি গ্যাস-বিদ্যুৎ-পানির অতিরিক্ত মূল্য বৃদ্ধি, সেইসাথে ময়দা, পাউডার দুধ, চিনি, তৈলসহ বিভিন্ন কাঁচামালের অব্যাহতভাবে মূল্য বেড়ে যাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে নাভিশ্বাস উঠেছে। ইতোমধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতি সরকার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সহযোগিতা না করলে অদূর ভবিষ্যতে ফ্যাক্টরী বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। সেইসাথে মিষ্টি ও বেকারি পণ্যে ভ্যাট বাড়ালে নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তরা বেশি ভোগান্তির শিকার হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক ইমদাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি বায়েজীদ শেখ, রেজাউল করিম, ঢাকা বেকারী প্রতিনিধি আব্দুল লতিফ, আজম আলী, সাইদুর ইসলাম, জুলফিকার আলী, আরিফুজ্জামান আরিফ, বেকারী শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি আহসানুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, রিপন আহমেদ, আখেনুর ইসলাম রাসেল, আব্দুল মোমিন, ফারুক মিয়াসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Viewed 70 times