April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দেশকে গড়ে তুলতে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই- নিলুফা ইয়াছমিন

স্টাফ রিপোর্টারঃ বগুড়া বিয়াম ফাউন্ডেশন এর সরকারি পরিচালক ও বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের সভাপতি নিলুফা ইয়াছমিন বলেছেন, দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই। ক্লাসে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিশুদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় তারা ছোট ছোট ভুল করতে করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া শিশুরা কাদের সঙ্গে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে। বুধবার (১২ই ফেব্রুয়ারি) সকালে বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, গাজী রিয়েল এস্টেট চেয়ারম্যান নাসরিন সুলতানা, স্কুলের সহকারী শিক্ষক মোঃ রায়হান আলী। আরো উপস্থিত ছিলেন বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের সিনিয়র শিক্ষক (অবঃ) মোঃ সিদ্দিকুল আলম, ছরোয়ার হোসেন, মোবারক আলী, সিদ্দিকুর রহমান, অভিভাবক সদস্য মোহাম্মদ নাছির, মোঃ হারুন অর রশিদ, বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুস জামান, সহকারী শিক্ষক রায়হান আলী সহকারী শিক্ষক প্রতিমা রানী রায় সহকারী শিক্ষক নুরুল আমিন সহকারী শিক্ষক শাহীন কাদির সহকারী শিক্ষক আলেয়া বেগম সহকারী শিক্ষক মৃদুলা রায়সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা। এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথি বৃন্দদরা জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে একে একে বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতা শুরু হয়।

Viewed 90 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!