কাহালুতে মাছ ধরতে নেমে বি-দ্যুৎ-স্পৃ-ষ্ট হয়ে জেলের মৃ-ত্যু

মোঃ মোরশেদুল ইসলাম রবি: বগুড়া জেলার কাহালুতে সুরঞ্জিত (১৮) নামের এক জেলে পুকুরে মাছ ধরতে নেমে বৈদ্যুতিক মোটরের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
আজ সন্ধ্যায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের উতড়া ঈদগাহ মাঠের পাশে লক্ষীপুর গ্রামের শহিদুল ইসলামের লিজ নেওয়া পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরার সময় বৈদ্যুতিক মোটরের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন জেলে সুরঞ্জিত।
এমন অবস্থায় দ্রুত তার সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলে সুরঞ্জিত (১৮) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ৯নং ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ এলাকার সুরেশ চন্দ্রের ছেলে।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 470 times