December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্টঃ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই’। ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটি নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

৮২ তলার এই হোটেলে রয়েছে মোট ১ হাজার ৪টি রুম ও সুইট। প্রতিটি তলা থেকে অতিথিরা দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা এবং মারিনা এলাকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

রুমের ন্যূনতম ভাড়া রাত প্রতি ১ হাজার ৩১০ দিরহাম (প্রায় ৪৫,৫০০ টাকা), আর প্রিমিয়াম সুইটগুলোর ভাড়া প্রায় ২ হাজার ৪০০ দিরহাম।

হোটেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চারপাশ থেকে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। এছাড়া উপরের রুফটপ অবজারভেশন ডেকে বসে অতিথিরা ৩৬০ ডিগ্রি বিনোদনমূলক দৃশ্য উপভোগ করতে পারবেন।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!