December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হাতকড়া পরে ২৯ মাইল সাঁতরে বিশ্বরেকর্ড!

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা ৪৯ বছর বয়সি মাইকেল মোরো এক অনন্য কীর্তি দেখালেন। হাতকড়া পরেও তিনি খোলা পানিতে সাঁতার কেটে ২৮.৫ মাইল পথ পাড়ি দিয়েছেন। এটি শুধু ২০-৫০ মিটার বা ১-২ কিলোমিটারের ছোট কীর্তি নয়, বরং ১০ ঘণ্টারও কম সময়ে তিনি নিউইয়র্কের ইস্ট রিভার, হার্লেম নদী ও হাডসন নদী পার করে তার সাঁতার সম্পন্ন করেন।

এই সাফল্যের ফলে মোরো দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন। প্রথমটি হলো—হাতকড়া পরে খোলা পানিতে সবচেয়ে দীর্ঘ সাঁতার। আর দ্বিতীয়টি—হাতকড়া পরে নিউইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম (এবং দ্রুততম) সাঁতারু হিসেবে।

মোরোর সহ-সাঁতারু ক্যাপ্রি জাটিয়াসমোরো বলেন, খোলা পানিতে সাঁতারের উত্তেজনা এত তীব্র যে তা প্রায় অবৈধ আনন্দের মতো।

তিনি মজার ছলে আরও যোগ করেন, সাঁতার শেষে আমি এমন অনুভব করি, যেন আমি ঘুড়ির মতো উড়ছি।

হাতকড়া পরে সাঁতার দেওয়ার প্রেরণা জানিয়ে মোরো বলেন, আমি এমন সব মানুষের গল্প শুনতে শুরু করি যারা সীমারেখা ছাড়িয়ে যেতে কখনো হাল ছাড়েননি। তখন ভাবলাম, ‘আমি কেন পারব না?’ এবং ঠিক এখান থেকে শুরু হলো আমার যাত্রা।

ছোটবেলা থেকেই সাঁতারে আগ্রহী মোরো বলেন, আমার বাবা-মা বলেন, হাঁটার আগেই আমি সাঁতার জানতাম। কথা বলার আগে আমি জানিয়ে দিতাম, আমি পানিতে থাকতে চাই। পানিই আমার ঠিকানা।

স্কুল ও কলেজে তিনি ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন সাঁতারু এবং একাধিক রেকর্ডের মালিক। তবে দুই দশক পানিতে ফিরে আসেননি। মধ্য-চল্লিশে আবারও সাঁতারের প্রতি তার আগ্রহ জেগে ওঠে। ডায়ানা নায়াড ও রস এডজলির মতো ম্যারাথন সাঁতারুদের ভিডিও দেখে মোরোর মনে হয়, তার ভেতরে এখনও অনেক কিছু বাকি আছে। আর এই অনুভূতিই তাকে অনুপ্রাণিত করে ২৮.৫ মাইল সাঁতারের কীর্তি সম্পন্ন করতে।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!