ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও নিশাঙ্কার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক:
গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে রেকর্ড সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের ১৭তম টেস্ট খেলতে নেমে ২৫৬ বল মোকাবেল করে ২৩টি চার আর ১টি ছক্কার সাহায্যে ১৮৭ রান করেন তিনি।
ক্যারিয়ারের প্রথমবার দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা নিশাঙ্কা মাত্র ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।
গল টেস্টে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির জবাবে দারুণ ব্যাটিং করছে শ্রীলংকা।
আজ তৃতীয় দিনের শুরুতে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বিকালে উইকেট হারান নিশাঙ্কা। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন ২৭ বছর বয়সী এই তারকা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের রেকর্ড রান করেও আক্ষেপ নিশাঙ্কার। অল্পের জন্য ডাবল সেঞ্চুরির স্বাদ পাননি।
মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের ব্যাটিং নৈপুণে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ১৬৩ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪৮ রান করে ফেরেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯০ রানে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। শ্রীলংকার হয়ে ৪ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ৩টি করে উইকেট শিকার করেন মিলান রত্নায়েকে থারিন্দু রত্নায়েকে।
Viewed 190 times