July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘ক্যারিয়ারের শেষদিকে সব ইনিংসই স্পেশাল’— বললেন মুশফিক

ডেক্স রিপোর্টঃ সকালের সেশনে ৪৫ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে গলে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার চতুর্থ উইকেটে ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে পথ দেখিয়েছেন দুই সেঞ্চুরিয়ান। দিনশেষে নাজমুল ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত।

একযুগ আগে এই গলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। প্রিয় সেই ভেন্যুতে এবার নয় মাসের সেঞ্চুরিখরা কাটিয়ে উচ্ছ্বাসের চেয়ে স্বস্তিই বেশি পেয়েছেন তিনি। প্রথমদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানান, ক্যারিয়ারের শেষভাগে এসে প্রতিটি ইনিংসই এখন তার কাছে স্পেশাল।

মুশফিক বলেন, ‘অবশ্যই স্বস্তিদায়ক ইনিংস। কেউই চায় না কম রানে আউট হতে। বিশেষ করে আপনি যখন দেশের হয়ে এতদিন খেলছেন। সবাই চায় সব ম্যাচে পারফর্ম করতে। তবে তা সম্ভব হয় না সাধারণত। যদি নিজের কাজ ঠিকভাবে করে যেতে পারেন, রান আসবে। প্রক্রিয়া ধরে রাখলে কোনো না কোনোদিন রান আসবেই। যেদিন আসবে সেদিন যেন ইনিংস বড় করা যায়, এটাও মাথায় রাখতে হবে। আমি এমনই করেছি। কাজ এখনো শেষ হয়নি। চেষ্টা থাকবে ইনিংসটাকে আরও বড় করার।’

এই ইনিংসটি বিশেষ কি না এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘না, স্পেশাল কিছু না। ক্যারিয়ার প্রায় শেষদিকে, এখন সব ইনিংসই আমার কাছে স্পেশাল। আমি চেষ্টা করি নিজেকে শতভাগ প্রস্তুত রাখার। সামনে যে সুযোগ আসে তা লুফে নিতে চাই। অনেক সময় হয়, অনেক সময় হয় না।’

তিনি আরও বলেন, ‘যখন বাংলাদেশের হয়ে এখানে প্রথম ডাবল সেঞ্চুরি করি, সেটা অবশ্যই স্পেশাল। এরপর হয়তো সবাই বিশ্বাস করতে পেরেছে এটা সম্ভব। সামনে হয়তো ২৫০ বা ৩০০ রানও করতে পারবে কেউ। সিনিয়র হিসাবে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা জরুরি।’

Viewed 520 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!