July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায়

ডেক্স রিপোর্টঃ গোঁ ধরে আছে ভারত। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। রোহিত শর্মাদের বোর্ডের আবেদনে হাইব্রিড মডেলে বসে ২০২৩ সালের এশিয়া কাপ। এ বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান যায়নি ভারত, খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়—তিন বছর পর্যন্ত দুদলের কেউ কারও দেশে গিয়ে খেলবে না। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারত যাবে না।

 

এ বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। পেহেলগাঁওয়ে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনায় আসরটি গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান ওই আসরে দল পাঠাচ্ছে, তবে ভারতে খেলবে না। ভারতের একাধিক গণমাধ্যম বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ৫ অক্টোবর ম্যাচ খেলবে ভারত। ভেন্যু শ্রীলংকার কলম্বো।

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট পাঁচটি শহরে আয়োজিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টটি বসবে ভারতের ব্যাঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলংকার কলম্বোয়। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। ফাইনাল বা সেমিতে উঠলেও দেশটির মেয়েরা লঙ্কাতেই লড়বে বিশ্বকাপ।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে। তবে পাকিস্তান কোয়ালিফাই করলে তখন খেলা হবে কলম্বোয়।

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!