July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

স্ত্রীকে বন্দুক চালানো শেখাচ্ছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা শহিদ আফ্রিদি। তিনি ক্রিকেট মাঠে ‘বুম বুম’ আফ্রিদি নামে পরিচিত। যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গড়েছেন একাধিক রেকর্ড। অধিনায়ক হিসেবে পাকিস্তানের অনেক ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। তিনি ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

 

ক্রিকেট থেকে অবসরে মানবতার কল্যাণে আফ্রিদি গড়ে তুলেছেন ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’। এটি একটি অলাভজনক সংস্থা, যা পাকিস্তানের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে। এই সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ত্রাণ এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে।

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলে ৫২৪ ম্যাচে অংশ নিয়ে ১১ হাজার ১৯৬ রান করেন আফ্রিদি। আর বল হাতে শিকার করেন ৫৪১ উইকেট।

৪৫ বছর বয়সী এই তারকা পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকার পাশাপাশি ক্রিকেটীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে আছেন।

সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়। ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে আফ্রিদি ও তার স্ত্রীকে দেখা যায় একটি শুটিং রেঞ্জে। আফ্রিদি আগে নিজ হাতে স্ত্রীকে দেহভঙ্গি ঠিক করে দেন, কিভাবে অস্ত্রটি ধরতে হবে এবং লক্ষ্যভেদে মনোযোগ রাখতে হবে তা বোঝান। এরপর আফ্রিদির স্ত্রী অস্ত্র তাক করে গুলি চালান। সফল শটের পর আফ্রিদি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্ত্রীকে প্রশংসা করেন।

ভিডিওটির ক্যাপশনে আফ্রিদি লেখেন, ‘‘বিয়ে একটি যাত্রা, এবং সারা জীবনের অভিযান’’। ব্যক্তিগত জীবনের ছোট একটি মুহূর্তকেই তিনি যেন রূপ দিলেন ভালোবাসা, বন্ধন ও পারস্পরিক সাহচর্যের প্রতীক হিসেবে।

ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত সাধারণত চোখে পড়ে না। কেউ বলছেন, এটি দারুণ ‘কাপল গোলস’; কেউ নিজের আপনজনকে প্রতিরক্ষা শেখানোও আফ্রিদিকে বাহবাহ ও দিচ্ছেন।

Viewed 1220 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!