July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কলকাতায় ছুটে গেলেন জয়া ও শাকিব

ডেস্ক রিপোর্টঃ ঢালিউডের কিং শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনেক দিন পর একসঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন। পরিচালক রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় জুটি বেঁধেছেন এ দুই তারকা। এবার সেই সিনেমার কাজেই একসঙ্গে উড়াল দিলেন কলকাতায়। এই তারকা জুটি ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং চলছে কলকাতায়, সেখানে ডাবিংয়ে অংশ নিতেই কলকাতায় গেলেন শাকিব-জয়া।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক রায়হান রাফী, শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন। সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিয়োতে। সন্ধ্যায় কাজের পর পার্টি।

সেখানে জয়া, শাকিব, রায়হান রাফী, শাকিল তো রয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও এ সিনেমায় রয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা। ইতোমধ্যে সিনেমার দেড় মিনিটের একটি টিজার সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান?  ‘তাণ্ডব’ চালানোর একপর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন, আর সেই সঙ্গে দেখা গেল শাকিব খানকে— রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন, যেন মনে হলো ধরা পড়ে গেছেন!

Viewed 630 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!