July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চলতি বছর থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা চালু

ডেস্ক রিপোর্টঃ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সভায় বিষয়টি নিশ্চিত করেন সচিব ড. কবিরুল ইসলাম।
তিনি জানান, এই ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নাম্বার লিখিত পরীক্ষা হবে। সেখানে ৭০ নাম্বার হবে এমসিকিউ আর ৩০ নাম্বার হবে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে।
ড. কবিরুল ইসলাম, আমরা শিক্ষার গুণগত মান বাড়াতে চাই। তাই শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হবে। কারণ, কারিগরি শিক্ষা হচ্ছে একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বর্তমান যুগের শিল্পকারখানা ও প্রযুক্তি খাতে দক্ষতার প্রয়োজন দিন দিন বাড়ছে। সে কারণে কারিগরি শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচিব বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে এ ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়। যার প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও শিক্ষার মানে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার ফলে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

Viewed 740 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!