July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক কুদরত-ই-জাহান

ডেস্ক রিপোর্টঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

মঙ্গলবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এই আদেশে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম. কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহানকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান বাধ্যতামূলক থাকবে।

অধ্যাপক কুদরত-ই-জাহান ২০০৪ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০০ সালে তিনি রসায়ন বিভাগ থেকে অনার্স ও ২০০৩ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১০ সালে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ন্যানো কম্পোজিট, সিন্থেটিক অরগানিক কেমিস্ট্রি ও কো-অর্ডিনেশন কমপ্লেক্স গবেষণা আগ্রহী এ অধ্যাপকের শতাধিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে।

এছাড়া গুগল স্কলারসের তথ্য অনুযায়ী, অধ্যাপক কুদরত-ই-জাহানের প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ১৮০ এবং এসব গবেষণাকর্ম এখনো পর্যন্ত ২০৩১ বার সাইটেশন পেয়েছে।

এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়া বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া তিনি রাবির সিন্ডিকেটের সদস্যও ছিলেন।

উল্লেখ্য, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নবপ্রতিষ্ঠিত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার প্রশাসনিক কার্যক্রম এই নিয়োগের মাধ্যমে শুরু হচ্ছে।

Viewed 490 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!