July 6, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা:গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশি কাজে বাঁধা ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে কমলনগর থানার এসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে এ মামলা করেন। পরে ভোরে অভিযান চালিয়ে উপজেলার চরকাদিরা এলাকা থেকে এজাহারনামীয় ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিলন (৪৮), শেম্ভু চন্দ্র দাস (৬৬) ও তার স্ত্রী ইরা দাস (৫০), শ্রী ত্রীকুট চন্দ্র দাস (৫২), আবদুর রহিম (২৭), সঞ্জীত চন্দ্র দাস (৪২), নুর আলম (৫৫) হেলাল উদ্দিন (৩২) এবং মো. আব্বাছ উদ্দিন (৪০)। গ্রেফতার হওয়া সবাই উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা রাজুর অনুসারী বলে জানায় পুলিশ।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এর আগে, শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ নেতা রাজুকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কয়েক শতাধিক অনুসারী একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

Viewed 690 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!