পিসিবির ‘গুডবুকে নেই’, তবু ফখরকে দলে চান ইউনিস

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই। পাকিস্তান দলের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে রাখা হয়নি। যদিও অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ‘দলের দরজা খোলা’ বলে আশা দেখিয়েছেন; কিন্তু পিসিবির ‘গুডবুকে’ না থাকায় শিগগিরই তাঁর জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে সংশয় আছে যথেষ্টই।
তবে এমন সময়ে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইউনিস খানকে পাশে পাচ্ছেন ফখর। ফেব্রুয়ারি–মার্চের চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ফখরকে জাতীয় দলে ফেরানোর আহ্বান জানিয়েছেন এই সাবেক ব্যাটিং কোচ।
Viewed 30 times