কবে ‘সবার মাঠ’ হবে তেঁতুলতলা?

চারপাশে উঁচু আবাসিক ভবনের মাঝখানে একটু ফাঁকা জায়গা। সেখানেই পাশাপাশি তিনটি কোর্টে ফ্লাডলাইটের আলোয় চলছে ব্যাডমিন্টন খেলা। অনেকে আবার পাশে দাঁড়িয়ে উপভোগ করছিলেন সেই খেলা।
দিনভর শিশু-কিশোরদের খেলা, বয়স্কদের হাঁটাহাটি কিংবা গল্প করে সময় কাটানো আর নাগরিক জীবনে কলাবাগান এলাকাবাসীর নানা আয়োজনে সঙ্গী এই জায়গাটুকু। এই মাঠ রক্ষা করতে দুই বছর আগে এলকাবাসীর সঙ্গে আন্দোলনে নেমেছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
ঢাকার কলাবাগান এলাকার লেকসার্কাসে ‘তেঁতুলতলা মাঠ’ হিসেবে পরিচিত এই এক চিলতে জমি নিয়ে জটিলতা কাটেনি। অনেক ‘জলঘোলা’ হওয়ার দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ‘নিজের পরিচয়’ পায়নি তেঁতুলতলা মাঠ।
Viewed 90 times