ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগ, ‘তীব্র নিন্দা’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার মধ্যরাতে এক বার্তায় সরকারপ্রধানের দপ্তর বলেছে, “বান্দরবান পুলিশ জানিয়েছে যে তারা ঘটনাস্থলে তাদের কর্মকর্তা পাঠিয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারেও অভিযান চালিয়েছে। এই ঘটনার একটি এফআইআর দায়ের করা হয়েছে।”
বুধবার গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডে নতুন বেতছড়া ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লামা থানার ওসি এনামূল হক ভূঞা।
Viewed 6300 times