আনন্দভ্রমণ শেষে ফেরার পথে ট্রলারে বাল্কহেডের ধাক্কায় যুবক নিখোঁজ, আহত ৫

Desk Report:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় সুমন সিপাহী (২৫) নামের এক যুবক নিখোঁজ আছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা এলাকার কালু সিপাহীর ছেলে। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পাঁচখোলা এলাকার ১৫ জন তরুণ-যুবক মিলে একটি ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদে আনন্দ ভ্রমণে বের হন। ভ্রমণ শেষে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। নদের বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেড সজোরে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আরেকটি ট্রলারের সহায়তায় বেশ কয়েকজনকে উদ্ধার করে। তবে বেশির ভাগই সাঁতরে নদীর তীরে চলে যান। এ সময় সুমন নিখোঁজ হন।
অল্পের জন্য ট্রলারটির অন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন বলে জানান মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান। তিনি বলেন, নিখোঁজ একজনের সন্ধানে রাতে উদ্ধার অভিযান চালানোর মতো সরঞ্জামাদি না থাকায় আজ সকাল থেকে নদের বিভিন্ন অংশে অভিযান শুরু করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবৈধ এসব বাল্কহেড বন্ধে নৌ পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Viewed 450 times