সমালোচনায় শিখেছেন তামান্না

বিনোদন ডেক্স রিপোর্ট: সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ওডালা ২’। বক্স অফিসে ছবিটি খুব একটা চলেনি, তবে ওটিটিতে সাড়া ফেলেছে। অভিনয়ের জন্য তামান্নাও পেয়েছেন প্রশংসা।
তবে অভিনয়জীবনে শুধু প্রশংসাই নয়, অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, গঠনমূলক সমালোচনা তাঁকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।
তাঁর ভাষায়, ‘আমার অভিনয়জীবনে গঠনমূলক সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি। কখনো মনে হয়নি, এসব অর্থহীন। কোনটা গঠনমূলক আর কোনটা নিছক ট্রল, তা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে আমার। আর গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানিয়েছি।’
ব্যক্তিগত জীবন ঘিরে নেতিবাচক চর্চা কীভাবে সামলান? এই প্রশ্নে তামান্না বলেন, ‘এসবের সঙ্গে আমি কখনো তাল মেলাই না। আমি জানি, অন্যের মত বদলাতে পারব না। আমার কাজ আর চরিত্র বাছাইয়ের মধ্য দিয়েই আমি নিজের অবস্থান তুলে ধরতে চাই।’
পুরো ভারতে সমাদৃত হওয়া ‘বাহুবলী’ ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তামান্না। এই ছবির মধ্যমেই শুরু হয় ‘প্যান ইন্ডিয়া’ ছবির ধারায় উত্তরণ।
Viewed 410 times