May 20, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার:১

দ.আ.ভ ডেস্ক রিপোর্টঃ জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত থেকে ভোররাত পর্যন্ত ডোয়াইল ইউনিয়নের শশাবর এলাকায় সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

 

গ্রেফতার ব্যক্তির নাম, সোহেল মিয়া। তিনি ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

 

অভিযানকালে সোহেলের শরীর থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের পর বাড়ির আঙিনায় খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

অভিযানে নেতৃত্বদানকারী ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Viewed 1580 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!