July 6, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে: তারেক রহমান

দ.আ.ভ ডেস্ক রিপোর্টঃ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের পৌরসভা চত্বরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

 

তারেক রহমান বলেন, অনেকে অনেক কিছু বলতে পারে। তবে আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। সীমাবদ্ধতা থাকতে পারে, আমরা যা মানুষের সামনে বলেছি, তাই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি প্রধান দল হিসেবে আমরা শুরু করবো, এরপর আমাদের পরবর্তী প্রজন্ম ও নেতাকর্মীরা তা চালিয়ে যাবে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে কোনোভাবেই যাতে মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ এসব বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে।

 

তিনি আরও বললেন, বিগত ১৫ বছর জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকারকে কেড়ে নেয়া হয়েছিল। তার ফলে বিচারব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও স্বাস্থ্য-চিকিৎসা খাত ধ্বংস হয়ে গেছে। সমাজে বিভিন্ন অধঃপতন ও বিভিন্ন অনাচার শুরু হয়।

Viewed 3070 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!