বগুড়ার অসুস্থ বিএনপি নেতাদের খোঁজ নিলেন ভিপি সাইফুল

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। খবর পেয়ে সরেজমিনে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
আজ বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা ফজলে রাব্বি তোহাকে দেখতে যান নেতারা। তিনি জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক। দুইদিন আগে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ভিপি সাইফুল ইসলাম।
এদিন হাসপাতালে চিকিৎসাধীন জেলা বিএনপির সাবেক সভাপতি রায়হান নবী বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা ডা. আজফারুল হাবিব রোজ, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীবের মা এবং সাবেক যুবদল কর্মী মিল্লাতের মাকে দেখতে যান নেতারা।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহমুদ শারীফ মিঠু, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীব, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার সাদাত সোহাগ, সোহেল রানা সুমন, আতিকুল হোসেন বিপুল, নুর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পুটু, শাকিল, মামুন, ছাত্রদল নেতা শোয়েব ইসলাম অভি, অরিফিন প্রমুখ।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 1010 times