July 7, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া দুপচাঁচিয়ায় আন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দার ওয়াজেদ আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড পিএলসি এর অধিনে জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ গত ২০/১১/২০২৪ তারিখ দিবাগত রাতে নিরাপত্তা প্রহরীগন পাহারায় নিয়োজিত থাকা অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১১ অজ্ঞাতনামা ১৫-১৬ জন দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের পশ্চিম-দক্ষিন কোনার সীমানা প্রাচীর টপকিয়ে প্রবেশ করলে প্রতিষ্ঠানে থাকা নিরাপত্তা প্রহরীগন, কে বলে চিৎকার করলে অজ্ঞাতনামা ১৫-১৬ জন দুষ্কৃতিকারীরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে হাত পা বেধে অফিস ঘরের পাশে গলির মধ্যে রেখে তথায় ৩-৪ জন দুষ্কৃতিকারী পাহারায় থেকে বাকি দুষ্কৃতিকারীরা অটো রাইচ মিলের সর্বমোট নগদ টাকাসহ ১৯,৭৮,৯০০/-টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় এবং র‌্যাব -১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিক্তিতে উক্ত ডাকাতী সংগঠনের ২ ঘন্টার মধ্যে ডাকাতিকার্যে ব্যবহৃত ড্রাম ট্রাক, দেশীয় অস্ত্র এবং ডাকাতী আলামতসহ আন্তঃ জেলা ডাকাত চক্রের ৪ সদস্যসহ বিপুল পরিমান ডাকাতীর মালামাল সহ উদ্ধার করা হয়। অভিযানের সময় ডাকাত দলের সর্দার মোঃ ওয়াজেদ আলী (৫২) অত্যন্ত সুকৌষলে পালিয়ে যায়। পরে বগুড়া দুপচাঁচিয়া থানায় একটি ডাকাতী মামলা দায়ের করা হয়। মামলা নং-১১ তারিখ-২১ নভেম্বর ২০২৪ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-১২, সিপিএসসি, অন্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে। এর ধারাবাহিকতায় আজ বুধবার ২৩ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত আন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দার এবং জে. এন. ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতী সংগঠনের সক্রীয় দলনেতা বগুড়া শহরের রানা প্লাজা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় বুধবার দুপুরে র‌্যাব -১২, সিপিএসসি, একটি চৌকষ আভিযানিক দল দুপচাঁচিয়া থানার জে. এন. ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতীর মূল হোতা এবং আন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দার মোঃ ওয়াজেদ আলী (৫২) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ ওয়াজেদ আলী,পিতাঃ মৃত মকবুল হোসেন, সাং কমলপুর, দুপচাঁচিয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানায় প্রেরণ করা হয়।

 

“সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 3060 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!