কাহালুর গ্রীন ভিউ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃমোরশেদুল ইসলাম রবি,উপজেলা প্রতিনিধি কাহালু,বগুড়াঃ বুধবার দুপুরে বগুড়ার কাহালুর গ্রীন ভিউ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ইং এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভিউ মডেল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাহালু-নন্দীগ্রাম আসনের জামায়াতে ইসলামীর মনোনীত আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভিউ মডেল মাদ্রাসার নির্বাহি পরিচালক মাওঃ ইউসুফ আলী, গ্রীন ভিউ মডেল মাদ্রাসার পরিচালক ও সহ-সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, অত্র মাদরাসার পরিচালক আব্দুল লতিফ শিশির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল হান্নান, গ্রীন ভিউ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব ইছাহাক আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ অত্র মাদরাসার অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Viewed 3100 times