মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী সন্তানকে ফিরে পেতে বাবা মায়ের আকুল আবেদন

আশিক সুজন,বগুড়াঃ গত ২০’শে এপ্রিল ২০২৫ ইং রোজ রবিবার সকাল ০৭:০০ সময় বগুড়ার শেরপুর উপজেলর,খামারকান্দি ইউনিয়নের শালপা গ্রামের বাসিন্দা মোঃআব্দুস সাত্তারের মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ছেলে মোঃমাসুম বিল্লাহ (১৮) নিজ বাসভবন থেকে হারিয়ে গিয়েছে।তাকে ফিরে পেতে মোঃ আব্দুস সাত্তার ও মোছাঃ নাছিমা খাতুন দম্পতি সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।এ বিষয়ে শেরপুর থানায় একটি হারানো জিডি করা হয়েছে।জিডি নংঃ১১৩২।
কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
যোগাযোগঃ 01743292110
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 6180 times