বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রী অপহরণ,থানায় অভিযোগ দায়ের

আশিক সুজন,বগুড়াঃ বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত পুরাতন আজিজুল হক কলেজ ছাত্রী তাসফিয়া তাসনিম সিদ্দিকী (১৬) কে ২২’শে এপ্রিল দুপুরে আজিজুল হক কলেজের সামনে থেকে অপহরণের ঘটনা ঘটেছে।তাসফিয়া তাসনিম সিদ্দিকী (১৬) আজিজুল হক কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্রী।তিনি শহরের রহমান নগর,কাজী খানা মোড়ের ডা আনিছুর রহমান সিদ্দিকী ওতাহমিনা রহমান দাম্পত্যের সন্তান।
এ বিষয়ে তাসফিয়া তাসনিম সিদ্দিকীর মা বাদী হয়ে সদর থানায় মোঃঅনিক(২৪) পিতা মোজাম্মেল হোসেন,সদর উপজেলার মাটিডালী সাং শাখারিয়া কে আসামি করে আরো অজ্ঞাতনামা ২-৩ জনের নামে অপহরণের একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে তিনি বলেন, আমার মেয়ে তাসফিয়া তাসনিম সিদ্দিকী (১৬) আজিজুল হক কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। আমার মেয়ে কলেজে আসা যাওয়া কালে বিবাদী আমার মেয়েকে রাস্তা-ঘাটে দেখা পাইলে প্রেম নিবেদন করে।বিষয়টি আমার মেয়ের সহিত কথা বলিতে নিষেধ করিলে সে হুমকী প্রদান করে যে, যে কোন সময় আমার মেয়েকে অপহরণ করিবে।এমতাবস্থায় গত ২২ এপ্রিল দুপুরে আমি বাসায় অবস্থানকালে অজ্ঞাতনামা মোবাইল নম্বার থেকে আমাকে জানায় যে, আজিজুল হক কলেজ থেকে বাহির হয়ে বাসায় রওনা দিলে রাস্তায় পুরাতন আজিজুল হক কলেজের সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্র উক্ত বিবাদী অজ্ঞাতনামা বিবাদীগণের সহায়তায় আমার মেয়েকে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে উঠাইয়া অপহরণ করে নিয়ে যায়। আমি বিষয়টি জানতে পেরে আমার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি।আমার মেয়েকে আমার নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি না পাওয়ায় বিষয়টি আমার নিকট আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করে বগুড়া থানায় অভিযোগ দায়ের করি।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 7240 times