April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে বগুড়ার জয়জয়কার

ক্রিয়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৩ এপ্রিল হতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্ণামন্টের জন্য রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ১৪ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। শনিবার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিসিবি’র বিভাগীয় কোচ শাহ্নেওয়াজ শহীদ শানু চূড়ান্তভাবে নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষনা করেন। তালিকায় বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ দলের ৭জন ক্রিকেটার সুযোগ পেয়েছে। তারা হলো- আকাশ রায়, ইনান ইশতিয়াক অহন, সামস তৌফিক, গোলাম রসুল, শিহাব আহম্মেদ, মেহরাব হোসেন রাফি এবং সিয়াম হোসেন। দলের বাকি ক্রিকেটাররা হলো- আরাফাত খান (পাবনা), তানজিদুল ইসলাম তাজ (রাজশাহী), আরিফ হাসনাত চৌধুরী জিম (সিরাজগঞ্জ), ইমতিয়াজ আহম্মেদ রিমন (চাঁপাইনবাবগঞ্জ), আশরাফুল ইসলাম (নাটোর), হোসাইন (রাজশাহী) এবং নাজিউর রহমান রোমেল (সিরাজগঞ্জ)। স্ট্যান্ডবাই রয়েছে কাসিদ আশরাফ হোসাইন (রাজশাহী), আবির ইবরাহিম মুনসুর (রাজশাহী), এ এইচ এম আব্দুল্লাহ (নাটোর) এবং আশিকুর রহমান (নওগাঁ)। দলের প্রধান কোচ শাহ নেওয়াজ শহীদ শানু এবং সহকারি কোচের দায়িত্বে রয়েছেন বগুড়া জেলা কোচ রিফাত হাসান। উল্লেখ্য, বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল এবারের বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় মোট ৮জন ক্রিকেটার বিভাগীয় ক্যাম্পে ডাক পেয়েছিল।
আগামী ২৮ এপ্রিল রাজশাহী বিভাগীয় দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সিলেট বিভাগ। খেলাটি হবে রংপুর স্টেডিয়ামে। এরপর ৩ মে দিনাজপুর স্টেডিয়ামে ঢাকা সাউথের বিপক্ষে, ৮ মে একই ভেন্যুতে প্রতিপক্ষ খুলনা বিভাগ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মে রংপুর স্টেডিয়ামে। প্রতিপক্ষ ঢাকা মেট্রো। প্রতিটি ম্যাচ হবে ৩ দিনের।

 “সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 260 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!