কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকসহ ০১ যুবক আটক

খালেদ হাসানঃ কুড়িগ্রাম ফুলবাড়ীর পশ্চিম ফুলমতি নামক এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল স্কাফ মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে রিয়াজুল হক বাধন (১৯)।
পুলিশ জানায় ১৫ এপ্রিল মঙ্গলবার রাত ০১:৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ফুলমতি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ বোতল মাদকদ্রব্য স্কাফসহ বাধন কে আটক করা হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায় আটক মাদক ব্যবসায়ী বাঁধন ও তার বড় ভাই বিদ্যুৎ দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।
Viewed 1110 times