বগুড়ার কাহালু প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন,

মোঃ মোরশেদুল ইসলাম রবি: বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা বৈশাখ সোমবার সকালে প্রশাসন চত্বর থেকে নানা আয়োজনে বর্ষবরণ, আনন্দ সোভা যাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে প্রশাসন চত্বরে শেষ হয়।উপজেলা অডিটোরিয়াম হল রুমে শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।আলোচনা সভা, আনন্দ সোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ কাওছার হাবীব।আর এ সময় উপস্থিত থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনাম আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান আবিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ, খ,ম,তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু, উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদ খাঁন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুর রহমান সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম, মোহাম্মদ আলী ভূইয়া, শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল মমিন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ উপধাক্ষ মোঃ মিল্লাত হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক এফএম আব্দুল ছালাম, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, কাহালু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম,উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন শাহীন, সহ প্রমুখ। উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ছাত্রীরা ছাড়া সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
” সম্পাদক কর্তৃক প্রকাশিত “
Viewed 690 times