April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রামপালে জোরপূর্বক ভাবে মৎস ঘের দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

মোঃইকরামুল হক রাজিব,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়ন এর মুজিবনগর এলাকার ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত ইয়াকুব শেখ এর পুত্র শেখ মুজিবর (৫০) ও তার অনুসারীদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরিয়া জোরপূর্বক মৎস ঘের দখলের অভিযোগ উঠে এসেছে ।

 

এ বিষয়ে গত ৯ ই এপ্রিল ভুক্তভোগী রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন এর গিলাতলা এলাকার মৃত শেখ আব্দুস সাত্তার এর পুত্র শেখ আবু বক্কর (৪৭) রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর শেখ মুজিবর এবং তার অনুসারী কবির শেখ ,মোঃ বাবুল শেখ,মোসাঃ ঝুমুর বেগম ,

মোঃ পিয়ার শেখ সহ -আরো অজ্ঞাত নামা ৫-৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

রামপাল থানা কর্মকর্তা বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন।

বাঁশতলী মুজিবনগর বিলে আমার হারিকৃত ছয় বিঘা জমিতে মৎস্যঘের কে কেন্দ্র করিয়া দীর্ঘদিন বিরোধ চলে আসিতেছে উক্ত বিরোধের জের ধরিয়া গত ২৫ শে মার্চ ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় উক্ত মৎস ঘেরে উল্লেখিত বিবাদীগণ হাতে বাঁশের লাঠি লোহার হাতুড়ী সহ আসিয়া আমার ঘেরের কর্মচারী শেখ আসমত আলী (৭৩) কে

শেখ মুজিবর এর নেতৃত্বে, কবির , বাবুল , ঝুমুর , পিয়ার সহ-অজ্ঞাতনামা আরো ৫-৭ জন বাঁশের লাঠি , লোহার হাতুড়ী দিয়া খুন করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিতে থাকেI

তখন শেখ আসমত আলীর পুত্র মোঃ সাগর (৩০) ঠেকাতে গেলে বিবাদী দের হাতে থাকা বাঁশের লাঠি দিয়া তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করিয়া নিলা , ফোলা যখন করে।এবং তাহাদের ডাক চিৎকারে স্থানীয় পার্শ্ববর্তী

বাসিন্দারা ছুটে এলে বিবাদীগণ জখম ও প্রাণনাশের হুমকি দিয়া ঘটনাস্থল থেকে চলিয়া যায়।

 

উক্ত বিষয়ে শেখ মুজিবর জানান আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এ বিষয়ে আমি কিছুই জানিনাI

 

এ বিষয়ের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সাংবাদিকদের জানান যে উপরোক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনঅনুগ ব্যবস্থা গ্রহণ করা I

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!