বগুড়ার কাহালু বন বিভাগের উপকার ভোগীর মাঝে চেক বিতরণ

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ বগুড়ার কাহালু উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে সোমবার সকাল সাড়ে দশটায় সামাজিক বন বিভাগের আওতায় উপজেলাধীন কাহালু বহিঃ সিগনাল হতে কচুয়া রেলগেট পর্যন্ত ২.০ কিলোমিটার রেললাইন বাগানের গাছ – বিক্রয়লদ্ব টাকার শতকরা ৫৫% ১০(দশ)জন উপকার ভোগীর মোট লভ্যাংশের পরিমান টাকা ২,৯৪,৬৬০/- (দুই লক্ষ চুরানব্বই হাজার ছয়শত ষাট ) টাকা।তাদের প্রত্যেক উপকার ভোগীর লাভ্যাংশের অর্থের পরিমাণ -২৯,৪৬৬ টাকা (উনত্রিশ হাজার চারশত ছেষট্টি) টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব।আর এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা (ভারপ্রাপ্ত)বন কর্মকর্তা মোঃ হাসান আল তারিক, উপজেলা প্রশাসনিক কমকর্তা মোঃ রেজাউল করিম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম, সহ প্রমুখ।চেক প্রাপ্ত উপকার ভোগী মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ জাবেদুন, মোছাঃ সাহেরা খাতুন, অনিমা রাণী, হৈমন্তী, সাবিত্রী, সুলকা বালা,মোছাঃ কুলছম বেগম, মোছাঃ হাওয়া বেগম, আয়শা বেগম,।আর এ সময় সাংবাদিক ও উপকার ভোগীর অবিভাবকেরা উপস্থিত ছিলেন।
Viewed 500 times