কাহালুতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ সোমবার দুপুরে বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দামাই গ্রামের নিজ বাড়ি থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুকুল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত মুকুল হোসেন কাহালু সদর ইউনিয়নের দামাই গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র।
থানা পুলিশ জানান, ২০২১ সালে অর্থঋণ আদালতের দায়েরকৃত মামলায় গত ০৩/০৮/২০২২ ইং তারিখে আদালত মুকুল হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Viewed 650 times