শেরপুরে খুন ছিনতাই ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুর (বগুড়া প্রতিনিধি ): দেশব্যাপী চলমান খুন ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ করে মাগুড়ায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ।
সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় মহাসড়কে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা তুমি কে আমি কে? আসিয়া, আসিয়া, উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে, এমন নানা প্রতিবাদী স্লোগানে প্রতিবাদ জানানো হয় ওই মিছিল থেকে।
সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে খুন ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের সবোর্চ্চ শাস্তি এবং অবিলম্বে শিশু আসিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।
Viewed 580 times